ধোনিকে টপকে রেকর্ড ঋষভ পন্থের

0
841

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল এই মূহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। সেখানে বিরাটদের পারফরমেন্সও বেশ ভালো। তার সঙ্গে তাল মিলিয়েই ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন ভারতীয় দলের উঠতি ব্যাটসম্যান ও উইকেট কিপার ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে দ্রুততম  ভারতীয় উইকেট রক্ষক হিসেবে ৫০টি উইকেটের  মালিক হলেন তিনি। এই রেকর্ডের  জন্য  তিনি নিলেন মাত্র ১১টি ম্যাচ। এর আগে এই  রেকর্ডের  মালিক ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র  সিং ধোনি। তিনি মোট ১৫টি ম্যাচে  উইকেটের  পিছনে দাঁড়িয়ে ৫০টি উইকেট শিকার করেন। ধোনির পরে ভারতীয়দের মধ্যেএই তালিকায় আছেন দীনেশ কার্তিক। তিনি মোট ১৯ম্যাচে  উইকেট রক্ষক হিসেবে ৫০টি  উইকেট  শিকার করেন। তবে বিশ্ব টেষ্ট ক্রিকেটে মাত্র ১০ ম্যাচে  পঞ্চাশটি উইকেট শিকার করেছেন  দক্ষিণ  আফ্রিকার মার্কবাউচার, ইংল্যান্ডের জস বাটলার  এবং অস্ট্রেলিয়ারবর্তমান অধিনায়ক টিম পেইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here