একদিনের জন্য কলকাতা পুলিশের ডিসি হলেন আইএসসিতে চতুর্থ রিচা সিং

0
1048

ডেটলাইন কলকাতাঃ ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে চতুর্থ হয়েছেন গড়িয়াহাট থানার অ্যাডিশনাল ওসির কন্যা রিচা সিং। স্বাভাবিকভাবেই তাঁর এই অসাধারন কৃতিত্বে গর্বিত কলকাতা পুলিশও। তাকে সম্মান জানাতে এক অভিনব কাজ করল কলকাতা পুলিশ। এদিন সকাল থেকে ১২ ঘন্টার জন্য তাঁকে বসানো হয়েছিল দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার পদে। ফলপ্রকাশের পর রিচাকে এই বিরল সংবর্ধনা দিয়েছেন পুলিশ কমিশনার রাজেশ কুমার। উল্লেখ্য,গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি পদে রয়েছেনরাজেশ সিং। তার মেয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিচা এবার টালিগঞ্জের জিডি বিড়লা স্কুল থেকে আইএসসি পরীক্ষা দিয়েছিল। তিনটি বিষয়ে ফুল মার্কস পেয়েছে রিচা। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে সারা দেশে চতুর্থ হয়েছে। তাঁর এই সাফল্যে গর্বিত হয়ে কলকাতা পুলিশ পুরস্কারস্বরূপরিচা সিং-কে একদিনের জন্য ডিসি (এসইডি) পদে বসানোর সিদ্ধান্ত নেয়। এদিন নিয়ম মেনে তাঁকে ডিসির (এসইডি) দায়িত্ব বুঝিয়ে দেন কলকাতা পুলিশের কর্তারা। এরপর ফোন করে নতুন ডিসি-কে রিপোর্টওদেন শহরের বিভিন্ন থানার ওসিরা। বেশ কয়েকটি ফাইলে সইও করেন রিচা। বেনিয়াপুকুর ও তপসিয়া থানা পরিদর্শনেও যান কলকাতার একদিনের এই পুলিশকর্তা রিচা সিং। রিচার এই সাফল্যকে এদিন এভাবেই সেলিব্রেট করলেন কলকাতা পুলিশের কর্তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here