ইতিহাস গড়লেন পিভি সিন্ধু

0
1152

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অবশেষে ফাইনালে পরাজয়ের ধারাবাহিকতায় ছেদ পড়ল। মহিলাদের বিশ্ব ব্যাডমিন্টনে ১ নম্বর খেলোয়াড় নোজোমি অকুহারাকে হারিয়ে ইতিহাস রচনা করলেন পিভি সিন্ধু। এই প্রথম বি ডব্লু এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতে নজির সৃষ্টি করলেন তিনি। চীনে আয়োজিত প্রতিযোগিকতার ফাইনালে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল ২১-১৯, ২১-১৭। ২০১৬ সালে রিও অলিম্পিক গেমস, গত বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস — প্রতিটি ফাইনালেই পরাজিত হয়ে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাঁকে। অবশেষে সেই ফাইনালে পরাজয়ের ছবি পাল্টে ফেললেন সিন্ধু। গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে পেরেই তাঁর এদিনের সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিন্ধুই প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে মহিলা ব্যাডমিন্টনে রৌপ্য পদক জিতেছেন। এদিন ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জিতেও গড়লেন আরও এক নজির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here