গাছে ফলছে বেগুনি রঙের আম

0
3193

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ আমাদের চারিদিকে এমন অনেক আজব ঘটনা ঘটে যা বাস্তবিকই বিশ্বাস করা মুশকিল। যেমন বেগুনি রঙের আম। হ্যাঁ এমনই এক বিরল ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার সড্ডা গ্রামের মানুষরা। এই গ্রামের এক বাসিন্দা অমিয় কোঙারের বাড়িতে অদ্ভূত বেগুনী  রঙের আম ধরেছে। আমরা সাধারনত সবুজ, হলুদ, লাল এমনকি সিঁদুরে রঙের আমও বিভিন্ন বাগানে বা বাজারে দেখতে পাই। কিন্তু বেগুনি রঙের আম কোথাও দেখা যায় না। আর তা দেখতে হলে আসতে হবে পূর্ব বর্ধমানের সড্ডা গ্রামে অমিয় কোঙারের বাড়িতে। বেগুনি আমের রহস্যটা কি? গাছের মালিক  অমিয় কোঙার জানান,বছর তিনেক আগে তিনি এক জায়গা থেকে এই আমগাছের চারা এনে লাগিয়েছিলেন। সেই থেকেই এরকম বেগুনি রঙের আম হচ্ছে। সাধারন আমের মতোই প্রথমে টক তারপর পেকে গেলে ভালোই মিষ্টি স্বাদের হয়। তিনি আরও জানান,তিন বছর ধরে এই বিরল প্রজাতির আম তারা সবাই খাচ্ছেন কিন্তু কোন সমস্যাই আজ পর্যন্ত হয়নি। গাছভর্তি বেগুনি আম দেখতে অমিয় কোঙারের বাড়িতে প্রায় প্রতিদিনই কৌতুহলী মানুষের ভীড় জমছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here