মোবাইলের বদলে পাথরকান্ডের কিনারা

0
837

ডেটলাইন মালদাঃ অনলাইনে মোবাইলের অর্ডার দিয়েছিলেন মালদহ  উত্তরের বিজেপি সাংসদ  খগেন মূর্মূ। কিন্তু ডেলিভারির পর বাক্স খুলে তিনি মোবাইলের বদলে পান মার্বেলের বড় দুটো  টুকরো।বিজেপি সাংসদের অভিযোগ, কয়েকদিন আগে অনলাইন শপিং সাইট ‘অ্যামাজন’ থেকে তিনি ক্যাশ অন ডেলিভারির ভিত্তিতে একটি স্যামসাং মোবাইলের অর্ডার দেন। রবিবার সেই ‘মোবাইল’ বাড়িতে আসে। কিন্তু খগেনবাবু বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী সেটি নেন। ডেলিভারি বয়ের হাতে মোবাইলের দাম ১১ হাজার ৯০০ টাকা দিয়েও দেন তিনি। এভাবে একটি নামকরা  অনলাইন সাইটে মোবাইল কিনতে গিয়ে প্রতারিত হওয়ার ঘটনায় তিনি রীতিমতো অবাক হয়ে যান। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। অবশেষে  সংসদ সদস্যর প্রতারিত হওয়ার ঘটনার কিনারা করল মালদহ জেলা পুলিশ।গ্রেপ্তার করা হল ক্যুরিয়র সংস্থার ডেলিভারি বয়কে। পুলিশ সূত্রে জানা গেছে,ডেলিভারির আগে ঐ যুবক বাক্সখুলে মোবাইলটি বের করে সেখানে পাথর ভরে দেয়।খগেনবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতেই ইংলিশ বাজার থানার পুলিশ তদন্ত করে আসল দোষীকে চিহ্নিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here