মেয়ের জন্মদিনে এলাকার ছেলেমেয়েদের খাওয়ানোর সঙ্গে মাস্ক বিলি করলেন আদিত্য

0
896

ডেটলাইন দুর্গাপুরঃ মহামারী করোনা শুধু লক্ষ লক্ষ মানুষের প্রাণই কেড়ে নেয়নি। একই সঙ্গে বিশ্বজুড়ে মানুষের স্বাভাবিক জীবনের ছন্দকেও উল্টে পাল্টে দিয়েছে। করোনার সংক্রমন থেকে রক্ষা পেতে দীর্ঘ সময় ধরে মানুষকে ঘরবন্দি থাকতে হয়েছে। যার প্রভাব আমাদের সমাজজীবনেও পড়েছে। মানুষের অসহায় অবস্থার কঠিন পরিস্থিতি আমাদের মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে। করোনার অভিশাপ থেকে কবে আমরা মুক্তি পাব কেউ জানে না। তাই নিজেদের সখ আল্বাদকে এখন দূরে সরিয়ে মানুষের জন্য কিছু করার তাগিদ বাড়ছে মানুষের মধ্যে। সেই ভাবনারও এক বহিঃপ্রকাশ দেখা গেল দুর্গাপুর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের পলাশ তলা কলোনির বাসিন্দা সামান্য এক কারখানা শ্রমিক আদিত্য মন্ডলের মধ্যে। শুক্রবার ছিল তাঁর ৬ বছরের মেয়ে মেঘনা মন্ডলের জন্মদিন। অন্য সময়ে মেয়ের জন্মদিন বেশ হৈ হুল্লোর করেই উদযাপন করা হয়েছে। কিন্তু বর্তমান করোনার কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের জন্মদিন অন্যভাবে পালন করছেন তিনি। এদিন স্টেশন এলাকার দুঃস্থ সাধারন লোক জনকে ফ্রাই রাইস চিকেন কষা খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। একই সঙ্গে করোনা সংক্রমন মোকাবিলায় এলাকার মানুষদের সচেতন করার লক্ষ্যে বাসিন্দাদের মধ্যে এদিন তিনি মাস্কও বিতরন করেছেন। সবাইকে নিয়ে এভাবে মেয়ের জন্মদিন পালনে খুশি হয়েছেন এলাকার মানুষ। খুশি বার্থ ডে গার্ল মেঘনাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here