ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ টসে হেরে প্রথমে ব্যাট করে ৩৪৭ রানের বিশাল ইনিংস করেছিল বিরাটের ভারত। সেই রান তাড়া করেও শেষ পর্যন্ত জিতে গেল নিউজিল্যান্ড। ফলে টি২০ সিরিজে যাদের হোয়াইটওয়াশ করেছিল বিরাটবাহিনী তাদের কাছে এই প্রথম হারতে হল ভারতকে। অভিজ্ঞ রস টেলরের দুরন্ত শতরানের সুবাদে একদিনের সিরিজে ১–০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।ওয়ানডে-তে এদিনই অভিষেক হয় ভারতের দুই ওপেনার পৃথ্বী শ ও (২০) মায়াঙ্ক আগরওয়াল (৩২)। তাঁরা আউট হলে দলকে টেনে তোলে কোহলি-শ্রেয়স জুটি। ৫১ রানে কোহলি ফিরলে শ্রেয়স-রাহুলই ত্রাতার ভূমিকায় ধরা দেন। কুলদীপ জোড়া উইকেট নিলেও দশ ওভারে ৮৪ রান দিয়ে দেন। বুমরাহও তেমন সফল হতে পারেনি। অন্যদিকে হেনরি নিকোলাস(৭৮) ও রস টেলর(১০৯) দারুন ব্যাট করে দলকে একটা দুর্দান্ত জয় এনে দিলেন। খেলার সংক্ষিপ্ত ফলঃ
ভারতঃ ৩৪৭/৪, শ্রেয়স-১০৩,রাহুল-৮৮
নিউজিল্যান্ডঃ ৩৪৮/৬,টেলর-১০৯,নিকোলাস,-৭৮
নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী














