ডেটলাইন দুর্গাপুরঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে গোটা দেশে। সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদ পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান দেশবাসী। স্কুল,কলেজের পড়ুয়ারা থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দেশনায়কের স্মৃতিচারণার মাধ্যমে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। শহর দুর্গাপুরেও বিভিন্ন সংস্থা দিনটি মর্যাদার সঙ্গেই পালন করে।এই উপলক্ষ্যে দুর্গাপুর ৪-নম্বর বরো দেশনায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে রোটারিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।এদিন দেশনায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ কুমার অগস্তি। উপস্থিত ছিলেন ৪-নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। নগর নিগমের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী,এবং বিষ্ণুপুর জেলার সাংগঠনিক মহিলা কার্যকরী সভানেত্রী অর্চিতা বিদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...