ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনিকে অভিনব সম্মান দিতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০১১ সালের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির মারা সেই ছক্কায় নিশ্চিত হয়েছিল বিশ্বজয়ের ট্রফি। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ পেয়েছিল ভারত। বিশ্বকাপ ফাইনালে ধোনির মারা সেই শেষ ছয়ের বলটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারির যে দর্শকাসনে গিয়ে পড়েছিল, সেটি ধোনিকে উৎসর্গ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যার মানে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসন আজীবন ক্যাপ্টেন কুলের জন্য সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, ভারতবর্ষের ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে এই রকম সম্মান দেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে দেশের বিভিন্ন স্টেডিয়ামের স্ট্যান্ড প্রাক্তন তারকাদের নামে নামাঙ্কিত হয়েছে। ক্লাব হাউসও হয়েছে কিংবদন্তি ক্রিকেটারদের নামে। কিন্তু গ্যালারির একটি বিশেষ আসন এর আগে এভাবে কোনও ক্রিকেটারের জন্য উৎসর্গ করা হয়নি। যদিও ভারতের বাইরে এর ধরনের কয়েকটি উদাহরণ রয়েছে। যেমন ২০১৮ সালে ইতিহাদ স্টেডিয়ামে একটি আসন হলুদ রং করা হয় ব্র্যাড হজকে সম্মান জানাতে। এছাড়া কিউয়ি বিখ্যাত ক্রিকেটার গ্র্যান্ড ইলিয়টের নামেও একটি আসন সংরক্ষিত হয়েছিল অকল্যান্ডের ইডে পার্ক স্টেডিয়ামে। কিন্তু ভারতবর্ষে এই নজির দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেই।
Latest article
মুচিপাড়া ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা কর্মসূচি দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ...
সচেতনতার বার্তায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন কোক ওভেন থানার
দুর্গাপুরঃ এক পদযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। প্রতি বছর...
৯ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের সমর্থনে সিটু ও ইনটাকের বিক্ষোভ দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুর,২৩ জুনঃ কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ সহ শ্রমিকদের স্বার্থে মোট ১৭ দফা দাবিতে আগামী ৯ জুলাই দেশ...