ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনিকে অভিনব সম্মান দিতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০১১ সালের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির মারা সেই ছক্কায় নিশ্চিত হয়েছিল বিশ্বজয়ের ট্রফি। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ পেয়েছিল ভারত। বিশ্বকাপ ফাইনালে ধোনির মারা সেই শেষ ছয়ের বলটা ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারির যে দর্শকাসনে গিয়ে পড়েছিল, সেটি ধোনিকে উৎসর্গ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যার মানে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসন আজীবন ক্যাপ্টেন কুলের জন্য সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, ভারতবর্ষের ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে এই রকম সম্মান দেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে দেশের বিভিন্ন স্টেডিয়ামের স্ট্যান্ড প্রাক্তন তারকাদের নামে নামাঙ্কিত হয়েছে। ক্লাব হাউসও হয়েছে কিংবদন্তি ক্রিকেটারদের নামে। কিন্তু গ্যালারির একটি বিশেষ আসন এর আগে এভাবে কোনও ক্রিকেটারের জন্য উৎসর্গ করা হয়নি। যদিও ভারতের বাইরে এর ধরনের কয়েকটি উদাহরণ রয়েছে। যেমন ২০১৮ সালে ইতিহাদ স্টেডিয়ামে একটি আসন হলুদ রং করা হয় ব্র্যাড হজকে সম্মান জানাতে। এছাড়া কিউয়ি বিখ্যাত ক্রিকেটার গ্র্যান্ড ইলিয়টের নামেও একটি আসন সংরক্ষিত হয়েছিল অকল্যান্ডের ইডে পার্ক স্টেডিয়ামে। কিন্তু ভারতবর্ষে এই নজির দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেই।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...