বিশ্বযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু

0
984

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবলে অনেক স্বপ্ন ও আশা নিয়ে খেলতে আসে দেশগুলি। কিন্তু কারো আশাপূরণ হয় আবার অনেক দেশই আশাহত হয়ে ফিরে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩২টি দল এসেছিল এক বুক আশা নিয়ে। এর মধ্য থেকে ১৬টি দল প্রাথমিক পর্বে বিদায় নেওয়ার পর এবার শুরু হয়েছে বাকি ১৬টি দলকে নিয়ে বিশ্বযুদ্ধের দ্বিতীয় পর্ব। জার্মানির মতো দেশ যারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল তারাও বিদায় নিয়েছে। টিকে রয়েছে  ব্রাজিল,আর্জেন্টিনা,পর্তুগাল,ফ্রান্সের মতো বিশ্বের জনপ্রিয় দলগুলি। এবার আসল লড়াই শুরু হতেই ফুটবলপ্রেমীদের টেনশনও বাড়তে শুরু করেছে। এবার বিশ্বকাপে অনেক গোল,পেনাল্টি এবং রোমাঞ্চকর পারফরমেন্সের দেখা মিলেছে। এখনকার সেরা তারকা ফুটবলার রোনান্ডো, মেসি ও নেইমার গোল পেয়েছেন। শেষ ষোলোয় তাদের দিকেই তাকিয়ে বিশ্ব।

এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই। এই নকআউট পর্বে হেরে যাওয়া মানেই বিদায়। এখান থেকে ৮টি দল যাবে পরের পর্বে। তার পর সেখান থেকে ৪টি দল আর সব শেষে ফাইনালের জন্য দুটি দেশ থাকবে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে। প্রাথমিকপর্বে অনেক আবেগ, কান্না-হাসি ও দুর্দান্ত পারফরম্যান্স দেখেছে ফুটবলপ্রেমীরা। এবার আরও রোমাঞ্চ ও উত্তেজনাকর খেলা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here