মলয় ঘটকের বৌদি ও ভাইঝির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

0
920

ডেটলাইন আসানসোলঃ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বৌদি ও ভাইঝির পচা গলা দেহ উদ্ধার আসানসোল দক্ষিণ থানার হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে। আজ দুপুরে তাদের নিজস্ব বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। এলাকার লোকজনদের কাছে জানা গেছে গত তিন চারদিন ধরে ঐ বাড়িটি বন্ধ ছিল। এরমধ্যেই স্থানীয় লোকজনদের নাকে দুর্গন্ধ আসতে থাকায় এলাকার মানুষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মলয় ঘটকের বৌদি জয়শ্রী ঘটক ও ভাইঝি নিলম ঘটকের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। দরজা ভাঙতেই দেখা যায় দেহ দুটি মাটিতে পড়ে রয়েছে। প্রসঙ্গত,২০১৭ সালে মহালয়ার দিন তর্পণ করতে গিয়ে দামোদরের জলে তলিয়ে গিয়ে প্রান হারান মলয় ঘটকের দাদা অসীম ঘটক। সেই ঘটনার পর অসীমবাবুর স্ত্রী ও কন্যা এই বাড়িতে থাকতেন। কিন্তু কিভাবে এমন একটা রহস্যজনক ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকৃত ঘটনা জানার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন সাধারন মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here