দাবদাহের মধ্যেই জঙ্গলমহলে তারকাদের ভোটযুদ্ধ

0
905

ডেটলাইন কলকাতাঃ সারা রাজ্য জুড়েই চলছে প্রচন্ড দাবদাহের অসহ্য যন্ত্রনা। তারমধ্যেই আগামীকাল রাজ্যের ৬ জেলার ৮ লোকসভা কেন্দ্রে ভোট নিয়ে উত্তাপ বাড়ছে। আগের পঞ্চম দফার ভোটে কিছু অশান্তির জেরে এবার আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে কমিশন। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার কথা আগেই ঘোষণা করেছে কমিশন৷ ষষ্ঠ দফার ভোটে মোতায়েন থাকছে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এরমধ্যে ৭৪৩ কোম্পানি ভোটের নিরাপত্তা ও বাকি ২৭ কোম্পানি বাহিনী থাকবে স্ট্রং রুমের দায়িত্বে বলে জানা গেছে। এছাড়াও থাকছে মাইক্রো অবজারভার, সিসিটিভি, ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও। রবিবার ষষ্ঠ দফার ভোটে একঝাঁক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। এদের মধ্যে রয়েছেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়, মানস ভুঁইয়া, শিশির অধিকারী, শ্যামল সাঁতরা, অভিনেতা দেব,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ,কংগ্রেসের লক্ষ্মণ শেঠ প্রমূখ। শেষলগ্নের প্রচারে এসে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একে অপরের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণের ফলে এই পর্বের নির্বাচন আরও জমে উঠেছে। ষষ্ঠ দফায় রাজ্যে মোট ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here