ডেটলাইন ওয়েব ডেস্কঃ মোট ৭ দফার মধ্যে চতুর্থ দফায় আগামীকাল দক্ষিণবঙ্গের ৫টি জেলার ৮টি লোকসভা আসনে ভোটগ্রহন হতে চলেছে। এই আসনগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্র। এর মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, এস এস আলুওয়ালিয়া, মুনমুন সেন,বাবুল সুপ্রিয়র মতো ভিআইপিরা। বর্ধমান-দুর্গাপুর আসনে লড়াই ত্রিমুখী। দার্জিলিং ছেড়ে এসএস আলুওয়ালিয়া এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ায় তাঁর সঙ্গে তৃণমূলের মমতাজ সঙ্ঘমিতার লড়াই জমে উঠবে বলেই রাজনৈতিক মহলের ধারনা। সেই সঙ্গে সিপিএমের আভাষ রায়চৌধুরীও ভালো লড়াই দেবেন বলে মনে করা হচ্ছে। এদিন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়েছেন, সোমবারের জন্য ভোট প্রস্তুতি চূড়ান্ত। ভোটকর্মীরাও নিজেদের জায়গায় রওনা হয়েছেন। এবার প্রতিবন্ধী ভোটারদের জন্য ৫০টি হুইল চেয়ার যেমন রাখা হয়েছে তেমনই শতায়ু ভোটারদের যাতে ভোটকেন্দ্রে যেতে কোন সমস্যা না হয় তার জন্য গাড়ির ব্যবস্থা রাখা আছে। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তৃণমূল মুনমুন সেনকে প্রার্থী করায় এই আসনের গ্ল্যামার যেমন বেড়েছে তেমনই এখানে জোরদার লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
নিরাপত্তা নিয়ে কমিশন কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। বুথের বাইরে কোনও এলাকায় অশান্তি বাধলে সেখানে দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর, মোট ৮৮টি এমন কুইক রেসপন্স টিম থাকছে আটটি লোকসভা কেন্দ্রের জন্য। তবে শেষ পর্যন্ত আটটি লোকসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাচ্ছে না। আসানসোল ও বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি পাঁচটি বিধানসভার অল্প কিছু বুথে রাজ্য পুলিসের তত্ত্বাবধানে ভোট হবে। কমিশন সূত্রে খবর, আটটি লোকসভা কেন্দ্রে সার্বিকভাবে ৯৮.৮ শতাংশ বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।