ডেটলাইন দুর্গাপুরঃ বিগত ১০ বছর ধরে ছট পুজো করতে আসা ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইস্পাতনগরীর জনপ্রিয় কুমারমঙ্গলম পার্ক। পুজো দিতে আসা ভক্তদের কাছে কোন অর্থ নেয় না পার্ক কর্তৃপক্ষ।
এবছরও সেই নিয়মের কোন ব্যতিক্রম হবে না বলে জানিয়ে দিলেন পার্কের কর্ণধার দেবাশীষ রায়। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেবাশীষবাবু জানান,২০০৬ সালে তারা দুর্গাপুর ইস্পাত সংস্থার থেকে লিজ নিয়ে পার্কটির পরিচালনা করে আসছেন। ২০০৮ সালে দুর্গাপুরের একটি সমিতি তাদের কাছে ছট পুজো করার জন্য পার্কের অনুমতি চাইলে তা দেওয়া হয়। কিন্তু লক্ষ্য করা যায় সমিতির তরফে ভক্তদের কাছে টাকা নিয়ে এখানে তাদের পুজো করার সুযোগ দিচ্ছিল। এরপর থেকেই আমরা সিদ্ধান্ত নি যারাই ছট পুজো করতে পার্কে আসতে চায় তাদের সবাইকেই স্বাগত এবং আমরা চাই সবাই বিনা খরচে অবাধে এই পার্কে ছট পুজো করুক। এবছর ১৩ এবং ১৪ নভেম্বর ছট পুজোর জন্য পার্ক খোলা রাখা হবে বলে জানান তিনি।