বন্যা কবলিত কেরলকে ১০ কোটি টাকা সাহায্য ঘোষণা মমতা ব্যানার্জির

0
748

ডেটলাইন কলকাতাঃ হরিয়ানা,উড়িষ্যাসহ আরও কয়েকটি রাজ্যের পাশাপাশি এবার ভয়াবহ বন্যা কবলিত কেরলের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গও। কেরলের ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় এই সাহায্যের কথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, কেরলে বন্যায় বহু মানুষ জীবনযুদ্ধ চালাচ্ছেন। বিপদের সময়ে কেরলবাসীর পাশে আছি আমরা। এই পরিস্থিতিতে কেরলের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দশ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি৷ মুখ্যমন্ত্রী টুইটে আরও জানান, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আমরা কেরলবাসীকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসুন কেরলবাসী। প্রসঙ্গত,শনিবারই কেরলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হেলিকপ্টারে বন্যাবিধ্বস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন এবং তারপর কেরলের বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রের তরফে ৫০০ কোটি টাকা অনুদানের কথা ঘোষনা করেন। তার ২৪ ঘন্টার মধ্যেই বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়াল বাংলা। জানা গেছে,রবিবার কেরলের ১৪টি জেলা থেকেই রেড অ্যালার্ট তুলে নিয়েছে প্রশাসন। তবে ১০টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট এবং দুটি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। এপর্যন্ত কেরলে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। রাজ্যজুড়ে ৩৪৬৬টি ত্রাণ শিবিরে রয়েছেন ৬,৬১,৮৮৭ জন মানু্ষ। সেনার তিনটি বিভাগ, এনডিআরএফ, এসডিআরএফ এবং উপকূল রক্ষীবাহিনী জোরকদমে বন্যাদুর্গতদের উদ্ধার চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here