ডেটলাইন কলকাতাঃ ৮ জুলাই পশ্চিমবঙ্গের রেকর্ড সৃষ্টিকারী মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ১০৭তম জন্মদিবস। এই উপলক্ষ্যে সারা রাজ্যেই সিপিআই(এম) এর পক্ষ থেকে একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। যেহেতু মহামারী করোনার জন্য স্বাস্থ্যবিধি ও বিশেষ কিছু নিয়ম মানতে হচ্ছে তাই কোথাও বড় কোন সভা বা জমায়েত করা সম্ভব নয়। তাই এবার ভার্চুয়াল সভার দিকেই ঝুঁকেছে রাজনৈতিক দলগুলি। ৮ জুলাই সন্ধে ৭টায় জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ–এর উদ্যোগে ফেসবুক লাইভে জ্যোতি বসু স্মারক বক্তব্য পেশ করবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ওইদিন সকালে প্রমোদ দাশগুপ্ত ট্রাস্টে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে বলে সিপিএম দলের পক্ষে জানা গেছে। আরও জানা গেছে, ‘আপনার চোখে জ্যোতি বসু’ এ বিষয়ে নিজের আঁকা ছবি, পোস্টার, গ্রাফিক্স এবং ভিডিও পাঠানো যাবে ৮০১৭৯২১৮৬৬ এই হোয়াটসঅ্যাপ নম্বরে।ওই দিনই বিকেলে সিটিজেন্স ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে রিপন স্ট্রিটে ক্রান্তি প্রেসের দোতলায় লোকায়ত হলঘরে ‘শ্রমিক নেতা থেকে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন সুজন চক্রবর্তী, মনোজ ভট্টাচার্য, অশোক ঘোষ, শুভঙ্কর সরকার, অনুরাধা দেব প্রমূখ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...