ডেটলাইন ওয়েব ডেস্কঃ অমিত শাহের জায়গায় বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে দলের সভাপতির কাজ করা সমস্যা হচ্ছিল বলেই এই পরিবর্তন বলে জানা গেছে। এতোদিন তিনি অমিত শাহের সহকারী হিসেবে দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতির পদে ছিলেন। অমিত ও নরেন্দ্র মোদির কাছের এই নেতার সভাপতি নির্বাচন হল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জানা গেছে,প্রথমে বিজেপির সংসদীয় কমিটির সদস্য তথা অমিত শাহ, রাজনাথ সিং, নীতীন গড়করিরা নতুন সভাপতি হিসেবে নাড্ডার নাম প্রস্তাব করেন। তাতে সিলমোহর দেয় বিজেপির জাতীয় পরিষদ। এদিন বিজেপির কেন্দ্রীয় কার্যলয়ে এই নির্বাচন অনুষ্টিত হয়। সেখানে প্রথমে সভাপতি পদে মনোনয়ন পেশ করেন নাড্ডা। প্রত্যাশিতভাবেই তাঁর বিরুদ্ধে আর কেউ মনোনয়ন জমা দেননি। বিজেপির সব রাজ্য কমিটির তরফেই নাড্ডাকে সভাপতি করার প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়। বিজেপির একাদশতম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নাড্ডা। উল্লেখ্য,অমিত শাহের আমলে সর্বভারতীয় স্তরে বিজেপির সংগঠন অনেকটাই মজবুত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সংগঠন কিছুটা হলেও ধাক্কা খেয়েছে নানা কারনে। তাই নাড্ডার কাছে সভাপতির দায়িত্ব গ্রহন এই সময়ের নিরীখে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।