ডেটলাইন কলকাতাঃ বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। দেশের কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও হানা দিয়েছে এই মারণ রোগ। ইতিমধ্যেই করোনায় মৃত্যু ঘটেছে এরাজ্যেও । বাড়ছে আক্রান্তের সংখ্যাও। কলকাতাসহ জেলাগুলিতে গড়ে তোলা হয়েছে প্রচুর আইসোলেশন কেন্দ্র আর কোয়ারাইন্টাইন সেন্টার। বেশিরভাগ সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়া হয়েছে যাতে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত আটকানো যায়। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এক মাত্র রাস্তা হিসেবে বাইরে বের না হয়ে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। সে কারনেই চলছে লক ডাউন। এক ধাক্কায় মানুষের সব কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা আর্থিকভাবে দুর্বল হয়ে উঠেছেন। যারা দিন মজুর অর্থাৎ প্রতিদিন কর্মস্থলে গিয়ে কাজ করলে মজুরী পায় তাদের মতো হাজার হাজার শ্রমিক এই প্রতিকূল পরিস্থিতিতে চরম আর্থিক সমস্যায় পড়েছেন। রিকসা,ভ্যান,গাড়ি চালক ছাড়াও সমাজে আরও কিছু হত দরিদ্র মানুষ আছে যারা লকডাউনের জেরে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছে না। অনেকের হাতে অর্থও নেই। এই সব মানুষদের পাশে দাঁড়িয়েছে হিউম্যান রাইটস কাউন্সিল। এই সংস্থার কলকাতা শাখার পক্ষ থেকে পাঁচজনের এক কমিটির সদস্যরা এদিন কলকাতার কড়েয়া ও বেনিয়াপুকুর থানা এলাকার বসবাসকারী গরীব পরিবারগুলির জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়। হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং জানিয়েছেন, লকডাউনের কারনে এখানকার বহু গরীব মানুষের কাজ নাই। তাই তাদের হাতে এই সময় প্রয়োজনীয় অর্থ নেই। অনেকেই তাই তাদের প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না। তাই তাদের সেই সব ওষুধ কিনে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী লকডাউনের দিনগুলিতেও তাদের এই প্রয়াস চলবে।