ক্রিকেটকে বিদায় জানালেন গৌতম গম্ভীর

0
907

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ভারত তথা বিশ্ব ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম স্টাইলিস ক্রিকেটার গৌতম গম্ভীরকে আর ব্যাট হাতে দেখা যাবে না ২২ গজে। তিন ফর্ম্যাট মিলিয়ে দশ হাজারের বেশি রানের মালিক, সর্বোপরি ভারতের দু’টি বিশ্বকাপ ফাইনালে জয়ের নায়ক আজ ফেসবুক ও ট্যুইটার বার্তায় অবসর গ্রহনের সিদ্ধান্ত ঘোষণা করলেন। ভারতের জার্সিতে গৌতমের টেস্ট পরিসংখ্যান ৫৮ টেস্টে ৪১৫৪ রান। সর্বোচ্চ ২০৬, গড় ৪১.৯৫। ওয়ান ডে ম্যাচে ১৪৭ ম্যাচে ৫২৩৮ রান। সর্বোচ্চ ১৫০ নট আউট। ২০০৯ সালের ২৪ ডিসেম্বর যে ইনিংসে কেঁপে ওঠে ইডেন গার্ডেন্স।

কলকাতা নাইট রাইডার্সকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়কের চোখ জুড়ানো কভার ড্রাইভ আর দেখা যাবে না এবারের আইপিএল’এ। ২০১১ বিশ্বকাপ ফাইনালে তার ৯৭ রানের মূল্যবান ইনিংস অনুরাগীদের হৃদয়ে বহু বছর অমলিন থাকবে। স্মরণীয় থাকবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ৫৪ বলে ৭৫ রানের ইনিংসটিও। ২০০৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন তিনি। সবশেষ ওয়ানডে খেলেন ২০১৩ সালের জানুয়ারিতে। এরপর ২০১৪ সালে টেস্ট দলে ফিরলেও প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেননি গম্ভীর। দুই বছর পর ফের টেস্টে ফিরলেও ভালো খেলতে পারেননি। জাতীয় দল থেকে বাদ পড়লেও আইপিএলে দাপটের সঙ্গেই খেলেছেন গম্ভীর। তার নেতৃত্বে দুবার আইপিএলের শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। ১৫ বছরের বর্ণময় ক্রিকেট জীবনের শেষ ম্যাচ হবে রঞ্জি ট্রফিতে। দিল্লি-অন্ধ্র ম্যাচ ৬-৯ ডিসেম্বর। ফিরোজ শাহ কোটলায় সেই ম্যাচ খেলেই ক্রিকেট থেকে বিদায় নেবেন দিল্লির এই বাঁহাতি ওপেনার। তাঁর হঠাৎ এই ঘোষণায় অবশ্যই দুঃখ পেয়েছেন ক্রিকেটভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here