অবশেষে রাজ্যে উপ নির্বাচন করতে সক্রিয় হল কমিশন

0
466

ডেটলাইন কলকাতাঃ পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতে তৃতীয়বার শাসন ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পর পর তিনবার মুখ্যমন্ত্রী হয়ে নজির স্থাপন করেছেন। কিন্তু, নন্দীগ্রাম আসনে তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর আসনে বসলেও সংবিধানের নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে অন্য যে কোন আসন থেকে তাঁকে নির্বাচনে জিতে আসতে হবে। এই কারনেই মমতা নিজেই বারবার দ্রুত উপ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে তিনি তাঁর পুরানো কেন্দ্র কলকাতার ভবানীপুরে প্রার্থী হওয়ার কথাও জানিয়ে দিয়েছেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রবীন নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জিতে গেলেও মমতার জন্য তিনি পদত্যাগ করে আসনটি ছেড়ে দিয়েছেন। বিধানসভা নির্বাচন চলাকালিনই রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। তারপর মমতা মুখ্যমন্ত্রীর আসনে বসার পর করোনার সংক্রমন আটকাতে রাজ্যে বিশেষ কিছু নিয়ম বেঁধে লক ডাউন ঘোষণা করেছেন। তাতে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে করোনা। তাই মমতা বলেছেন, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় এবার রাজ্যে উপ নির্বাচন হতেই পারে। এনিয়ে তিনি নিজেও সোচ্চার হয়েছেন। যদিও বিরোধী দল বিজেপি এই নিয়ে খুব একটা আগ্রহ দেখাতে চায়নি। এমনকী কেন্দ্র সরকারও উদাসীনতা দেখিয়েছে। সেই নিয়ে তৃণমূল প্রকাশ্যেই ক্ষোভ দেখিয়েছে। নভেম্বরের মধ্যে এই উপ নির্বাচন হওয়ার কথা। যদিও তৃণমূলের আশঙ্কা করোনার অজুহাত তুলে সাংবিধানিক সঙ্কট তৈরীর জন্যই ইচ্ছাকৃতভাবে ভোট আয়োজনে দেরি করাচ্ছে কমিশন। তবে এখন মনে করা হচ্ছে এবার উপ নির্বাচন করার জন্য সক্রিয় হচ্ছে কমিশন। সাতটি কেন্দ্রে হবে এই উপনির্বাচন। মঙ্গলবার থেকেই ইভিএম ভিভিপ্যাটের ‘ফার্স্ট লেভেল চেকিং’ অর্থাৎ প্রথম পর্যায়ে পরীক্ষার কাজ শুরু হয়ে গেল। ভবানীপুর,খড়দহ,গোসাবা,শান্তিপুর,জঙ্গিপুর,সামশেরগঞ্জ এবং দিনহাটা এই সাতটি কেন্দ্রে উপনির্বাচন হবে। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ইভিএম চূড়ান্ত পরীক্ষা আগেই করা রয়েছে। কারণ ওই দুই কেন্দ্রে ভোটের দিন কয়েক আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় স্থগিত হয়ে যায় ভোট। উপ নির্বাচনকে সামনে রেখে সাতটি কেন্দ্রের ইভিএম পরীক্ষার নির্দেশিকা আগেই সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here