ওয়ারিয়া স্টেশনে ফুট ওভার ব্রিজের দাবী

0
1067

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরের ওয়ারিয়া স্টেশনে এদিন সকাল থেকে শতাধিক এলাকাবাসী এবং স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা ফুট ওভার ব্রিজের দাবিতে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। ওয়ারিয়া স্টেশন সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দাদের অভিযোগ,এলাকার মানুষদের রেল লাইন পেরিয়ে ট্রেন ধরতে যেতে হয়। সেটা যেমন রীতিমতো বিপদজনক। তেমনই তাদের ছেলেমেয়েরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যায়। অন্যান্য কাজের জন্য এলাকার সাধারন মানুষকে প্রতিদিনই রেল লাইন পার হতে গিয়ে বিপদের সম্ভাবনায় থাকতে হয়। কয়েক বছর আগে রেল লাইন পার হতে গিয়ে এখানে মৃত্যুও হয়েছে একজনের। অনেকেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছে। তাই অবিলম্বে এখানে একটি ফুট ওভার ব্রিজের দরকার বলে তাদের দাবি।এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়ীয়াল এবং ৫ নম্বর বরো কমিটির চেয়ারম্যান লোকনাথ দাস। তারা জানান,রেললাইন পারাপারের জন্য এখানকার মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিতে হয়। তাই এখানে একটি ওভার ব্রিজ অবশ্যই দরকার। এদিন এই দাবিতে আসানসোলের ডিআরএমের উদ্দেশ্যে ওয়ারিয়া স্টেশন মাস্টারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here