এবার পিঁয়াজ মিলবে রেশনে

0
839

ডেটলাইন কলকাতাঃ চাল গমের মতো রেশন দোকানেই এবার পিঁয়াজ পাওয়া যাবে। উদ্দেশ্য, বাজারে বেশি দামের থেকে কিছুটা হলেও সাধারন মানুষকে রেহাই দেওয়া। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য দফতর। বাজারে পিঁয়াজের দাম একশো ছাড়িয়েছে অথবা একশো টাকার কাছাকাছি। অনেক কিছু করেও সেই দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অবশেষে রেশন দোকানকেই হাতিয়ার করতে চাইছে সরকার। পিঁয়াজ এর দামে লাগাম পরাতে কয়েক দিন ধরে সুফল  বাংলার স্টলথেকে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি শুরু হয়েছে।কিন্তু সেটা সব জায়গায় নয়।সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী  সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায়  ন’শোটি রেশন  দোকান থেকে সুবিধাজনক দামে  পিঁয়াজ বিক্রি হবে। গণবণ্টন দপ্তরকৃষি বিপণন দপ্তর থেকে পিঁয়াজ  কিনবে। যতদিন না পিঁয়াজের দাম  স্বাভাবিক  হচ্ছে ততদিন এই পদক্ষেপ চালু  থাকবে বলেও জানা জানা গেছে। তবে আপাতত এই সুবিধা মিলবে  উত্তর ও দক্ষিণ  কলকাতার  প্রায় ৯৩৪ টি  রেশন দোকানে। পরে অন্য জেলা গুলিতেও এই সুবিধা পাওয়া যাবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। তবে বাজারের থেকে ঠিক কতটা কম দামে পিঁয়াজ মিলবে তা পরিষ্কার জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here