ডেটলাইন দুর্গাপুর: জীবনে সুখী হতে সর্বপ্রথম প্রয়োজন সুস্থ ও সবল শরীর। শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। সাহস বাড়ায়। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। পাশাপাশি অন্তহীন আনন্দের উপকরণ হল খেলা। খেলার আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। আমাদের জীবনের নানা ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা সমানভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে চলার শিক্ষাও এই খেলার মাঠ থেকেই আমরা পাই। শনিবার দুর্গাপুরের সাগরভাঙা স্পোটিং ক্লাব ময়দানে একদিনের পুলিশ – পাবলিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মোট ৮টি দল নিয়ে প্রতিযোগিতার ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলার মাঠের সঙ্গে আমাদের বাস্তব জীবনের সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে উপরিউক্ত বিষয়টি উল্লেখ্য করেন অনুষ্ঠানের অন্যতম অতিথি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে। এছাড়াও ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা তার সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন,পুলিশ শুধু তাদের নিজেদের কাজ করে না। মানুষকে খেলার মাঠে নিয়ে আসার লক্ষ্যে এলাকার ক্লাবগুলোকে খেলার প্রতি অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন,হার জিত বড় কথা নয়, অংশ গ্রহণই হল আসল কথা। তিনি প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স দল ছাড়াও অংশগ্রহণকারী সব ক্লাবকেও শুভেচ্ছা জানান। কোক ওভেন থানার উদ্যোগে এবং সাগর ভাঙা যুবকবৃন্দ ক্লাবের পরিচালনায় আট দলের এই প্রতিযোগিতায় ফাইনালে কোক ওভেন থানাকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সাগরভাঙা ভৈরবতলা ক্লাব। একাধিক পুলিশ আধিকারিক কোক ওভেন দলের পক্ষে খেলেন। সব দলের ফুটবলার বুট পড়ে খেললেও একটি ক্লাবের এক ক্ষুদে খেলোয়াড় খালি পায়ে খেলতে নামে। তাই দেখে পুলিশের পক্ষ থেকে খুব দ্রুত বাজার থেকে তার জন্য একজোড়া বুট কিনে আনা হয়। পুলিশের এই ভূমিকার জন্য খেলোয়াড় ও উপস্থিত দর্শকরাও আপ্লুত হন। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে ছাড়াও উপস্থিত ছিলেন সি আই বুদবুদ অঞ্জন রায়, কোক ওভেন থানার আধিকারিক সঞ্জীব দে,পুলিশের অন্যান্য পদাধিকারী এবং চার নম্বর বোরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি,সমাজসেবী আশীষ কেশ সহ অন্য অতিথিবৃন্দ।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...