ডেটলাইন দুর্গাপুরঃ দুই বর্ধমান জেলার আধিকারিকদের নিয়ে আগামী ২৯ নভেম্বর দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সফরকে নির্বিঘ্ন করে তুলতে প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। কয়েকদিন আগেই সৃজনী প্রেক্ষাগৃহের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। আর এদিন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিনীত গোয়েল কলকাতা থেকে হেলিকপ্টারে ভগৎ সিং স্টেডিয়ামে নামেন। মুখ্যমন্ত্রী আসার আগে এখানকার অস্থায়ী হেলিপ্যাডসহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই তাঁর দুর্গাপুর আগমন। বিনীত গোয়েল ছাড়াও তার সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মিনা,জেলা শাসক শশাঙ্ক শেঠি,ডিসি পূর্ব অভিষেক মোদি,এসিপি বিমলকুমার মন্ডলসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তারা। এরপর তারা দুর্গাপুরের সাধুডাঙায় সেচ দফতরে অতিথি ভবনে এক বৈঠক করেন বলে জানা গেছে। ২৯ নভেম্বর জামুরিয়ার শ্রীপুরে একটি সরকারী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে আসবেন সৃজনী প্রেক্ষাগৃহে।