ডেটলাইন দুর্গাপুরঃ উৎসবের মরশুমের সঙ্গে যেন তাল মিলিয়েই ফের একবার উৎসবের মেজাজ দেখা গেল দুর্গাপুর শহর জুড়ে। হিন্দিভাষীদের অন্যতম এক বড় উৎসব হল ছটপুজো।
বিগত কদিন ধরেই চলছিল তার প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকেও শহরের বিভিন্ন ঘাটগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হয়। কারন ছটপুজো তথা সূর্যদেবের পুজো করতে হয় জলে নেমেই। দামোদরসহ দুর্গাপুরের একাধিক জলাশয় ও পুকুরের ঘাটগুলিতে ছটপুজো উপলক্ষ্যে দেখা গেল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পুজোর নিয়মরীতি মেনে এদিন দুপুরের পর থেকেই বিভিন্ন ঘাটে জড়ো হতে থাকেন ভক্তরা।
দুর্গাপুরে দামোদর ব্যারাজের একাধিক ঘাট ছাড়াও শহরের কুমারমঙ্গলম পার্ক , অর্জুন বাঁধ , শঙ্কর বাঁধ , ভাবা রোডের পুকুর ঘাটে পুজো উপলক্ষ্যে হাজির হন পুন্যার্থীরা। আজ বিকেলে সুর্যাস্তের সময় সূর্যদেবকে প্রনাম করে এই পূজোর সূচনা হয় , যার সমাপ্তি হবে আগামীকাল ভোরে সূর্য প্রনামের মাধ্যমে।