আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করল দুর্গাপুরের দুই কন্যা

0
1389

ডেটলাইন দুর্গাপুরঃ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের দুই কন্যা। এরা হল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা শিল্পা বর্ধন ও ৪৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙার বাসিন্দা শ্রাবণী মালাকার। দুজনেই চেস বক্সিংয়ের আন্তর্জাতিক আসর থেকে পদক জয় করে এনেছে। গত ১২ থেকে ১৫ ডিসেম্বর রাশিয়ার তুর্কিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চেস বক্সিং প্রতিযোগিতা। সেখানে  নিজেদের ৫০ কেজি বিভাগে শিল্পা বর্ধন রুপো এবং শ্রাবণী মালাকার ব্রোঞ্জ পদক জিতে গর্বিত করেছে দেশকে। কিন্তু তাদের এই অভিযান মোটেই খুব সহজ ছিল না। দুজনেই খুব সাধারন পরিবারের মেয়ে। রাশিয়ার যাওয়ার মতো তাদের আর্থিক পরিস্থিতি ছিল না। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, মহকুমা শাসক অনির্বাণ কোলে সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন এদের সহযোগিতায় এগিয়ে আসে। তাই তাদের এই সাফল্যে আজ গর্বিত দুর্গাপুর। এদিন সকালে পদকজয়ী দুই কন্যা দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালে তাদের উষ্ণ সংবর্ধনা জানান দুর্গাপুর নগর নিগমের ৪ নং বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদের সাফল্যে আপ্লুত হয়ে চন্দ্রশেখরবাবু বলেন, বিদেশের মাটিতে দেশের সম্মান তুলে ধরে শিল্পা ও শ্রাবণী আমাদের সকলকে গর্বিত করেছে। প্রসঙ্গত, জেলা ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় এরা সাফল্য পাওয়ার পরেই রাশিয়ার তুর্কিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পায় তারা। সেই সুযোগকে তারা এভাবে কাজে লাগিয়েছে তা ভেবেই গর্ববোধ হচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চন্দ্রশেখরবাবু। তিনি আরও বলেছেন, প্রতিকূলতার মধ্যেও তাদের এই সাফল্য দুর্গাপুরের অন্য মেয়েদেরও খেলাধূলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। প্রসঙ্গত, তুর্কির ঐ প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ১১২ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।শিল্পা ও শ্রাবণী দুজনেই চেস বক্সিংয়ে তাদের এই সাফল্যকে আগামী দিনেও ধরে রাখতে চায় বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here