গাড়ি নিয়ে ভাড়াতে গিয়ে রহস্যজনকভাবে খুন চালক

0
849

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান থানা এলাকায়। জানা গেছে,হাওড়ার লিলুয়ার বাসিন্দা কুন্দন মহারাজ (২৪) নামে এক যুবকের গাড়ি ভাড়া নেয় কয়েকজন ব্যক্তি। যেহেতু  কুন্দনদের পরিবারের গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা তাই এক্ষেত্রেও তারা গাড়ি ভাড়া দিয়েছিল। গতকাল চারজন তাদের কাছে গাড়িটি ভাড়া নেয় বর্ধমানে যাওয়ার জন্য। গাড়িটি কুন্দনই চালাচ্ছিল। কিন্তু গতকাল রাতে বর্ধমান শহরের জাতীয় সড়ক সংলগ্ন বেচারহাট এলাকায় রাত নটা নাগাদ রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষ। খবর পেয়ে বেচারহাট থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মহারাজ পরিবারের সদস্যরা শনিবার দেহ শনাক্ত করেন। ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠান হয়। পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না কেন কুন্দনকে এভাবে খুন করা হল। তারা এই নৃশংস খুনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। কারা গাড়িটি ভাড়া নিয়েছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here