ডেটলাইন কলকাতাঃ রাজ্যে আবারও একটি সেতু ভাঙল। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর স্টিমার ঘাটের কাছে ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি সেতুর একাংশ। পোস্তা, মাঝেরহাট, শিলিগুড়ির পর এবার কাকদ্বীপ। গত ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে কলকাতার মাঝের হাট ব্রিজ। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ৪০ বছর আগে নির্মীত ব্রিজের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। মাঝেরহাটকাণ্ডের ঠিক ৪ দিনের মাথায় শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় একটি সেতু ভেঙে পড়ে। সেক্ষেত্রেও সেতু রক্ষণাবেক্ষণ না করায় সেতুটি দুর্বল হয়ে পড়েছিল বলে জানান ইঞ্জিনিয়াররা। এরপর আজ কাকদ্বীপে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ ব্রিজের কিছুটা অংশ। গত দুমাসের মধ্যে চারটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা এরাজ্যে এক বিরল ঘটনা। স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থিত ব্রিজগুলি নিয়ে আতঙ্ক বাড়ছে সাধারন মানুষের মধ্যে। একইসঙ্গে উদ্বিগ্ন হয়ে উঠেছে রাজ্য সরকারও। এই পরিস্থিতিতে এবার রাজ্যে সরকার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। সোমবারই রাজ্য মন্ত্রিসভায় ‘ব্রিজ কমিশন’ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশন রাজ্যে নতুন যে সব সেতু তৈরি হবে তার নকশা থেকে শুরু করে কাজ রূপায়ন কীভাবে হচ্ছে তার দেখভাল করার পাশাপাশি পুরনো সেতুগুলির মেরামতি কীভাবে হবে সেগুলির রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব পালন করবে এই কমিশন। বিদেশ সফর থেকে মুখ্যমন্ত্রী ফিরে আসার পরই এই কমিশনের চূড়ান্ত কার্যকারিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।