ডেটলাইন দুর্গাপুরঃ সাক্ষরতা হল যে কোন জাতির সার্বিক উন্নয়নের এক সেতু। ১৯৬৬ সাল থেকে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে ইউনেস্কো। এ দিনটি পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে এই বার্তাই দেওয়া হয় যে সাক্ষরতা একটি সামাজিক অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি। মূলকথা হল সবার জন্য শিক্ষা।
প্রতি বছর এই দিনটি সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশের বিভিন্ন অংশেও নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। শহর দুর্গাপুরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল। এই উপলক্ষ্যে সগড়ভাঙ্গা ইউথ ক্লাব -এর উদ্যোগে একটি স্বেচ্ছারক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।সগড়ভাঙ্গা কলোনিতে অনুষ্ঠিত এই শিবিরে মোট ১৬ জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিল দুর্গাপুর মিশন হাসপাতাল ব্লাড ব্যাংক। শিবির পরিচালনায় সাহায্য করেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদান শিবিরের সাথে মরনোত্তর চক্ষুদান ও দেহদান -এর অঙ্গীকার করার আয়োজনও করা হয়েছিল। এই কাজে সহযোগিতা করে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি।