ডেট লাইনে দুর্গাপুর: বিয়ের অনুষ্ঠান। আর সেখানেই আয়োজন করা হয়েছিল রক্তদান সহ দেহদান ও চক্ষুদানের অঙ্গিকারপত্রে স্বাক্ষর পর্ব। হ্যাঁ,এমনই অভিনব উদ্যোগ দেখা গেল কাঁকসার রণ ডিহার শাল দাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ কোনারের বিয়েতে। বিয়ের পরের দিন এখানে এক অনুষ্ঠানে প্রসেনজিৎ, তার নব বিবাহিত স্ত্রী অনন্যা,প্রসেনজিতের বাবা, কাকা, পরিবারের সদস্যরা ও প্রতিবেশীদের অনেকেই রক্তদান এবং দেহদান ও চক্ষুদান এর অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। ২ জন মহিলা সহ ২০ জন রক্তদান করেন। এছাড়া ৮ জন গণদর্পনের ফর্মে আর ১২ জন মরণোত্তর চক্ষুদান এর ফর্মে স্বাক্ষর করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ডা.ইন্দ্রজিৎ মাজি নব দম্পতিকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান। এই মহতি অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ার ব্লাড ডোনার স ফোরামের সম্পাদক কবি ঘোষ।