ডেটলাইন কলকাতাঃ কেন্দ্রের নীতির প্রতিবাদে সোমবার কংগ্রেসের ডাকা ভারত বনধে সামিল হয়েছে বামেরাও। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে বিরোধীরা। এই বনধের বিরোধীতা করেছে তৃণমূল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁরাও থাকছেন। সেই বার্তা দিতে সোমবার দুপুরে রাজ্য জুড়ে মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। কিন্তু কোনভাবেই বিরোধীদের ডাকা ধর্মঘটকে মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন,রাজ্যে ক্ষমতায় আসার আগেই এই নিয়ে নিজেদের অবস্থান জনসমক্ষে স্পষ্ট করেছিল তৃণমূল। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের যে কোনও আর্থিক ও রাজনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। তাঁর দলকে নিয়ে পথে নেমেছেন। কিন্তু কোনও মতেই কাজকর্ম বন্ধ রেখে প্রতিবাদ জানানোর চিরাচরিত কৌশল বরদাস্ত করেননি। এমনকী তাঁর আমলে কেন্দ্রের বিরুদ্ধে দেশের সমস্ত শ্রমিক সংগঠনের সঙ্গে সঙ্ঘ পরিবারভুক্ত ট্রেড ইউনিয়নও শিল্প ধর্মঘটে শামিল হলেও একমাত্র তৃণমূল তাতে অংশ নেয়নি। একইভাবে ১০ সেপ্টেম্বরের ধর্মঘটের সক্রিয় বিরোধিতা করার কথা জানিয়েছে তৃণমূল। পার্থবাবু বলেন, ধর্মঘট যেসব বিষয়ে ডাকা হয়েছে, তার সঙ্গে তৃণমূল একমত। এরাজ্যে বাম আমলে ধর্মঘটের ফলে প্রায় ৪০ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে। বাংলাকে সেই কর্মনাশা পথ থেকে সরিয়ে আনতে মুখ্যমন্ত্রী দিনরাত যে পরিশ্রম করে চলেছেন, তাকে কোনোভাবেই বাধা দেওয়া চলবে না। তাই বন্ধের ইস্যুগুলির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও, এরাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে। তার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...