এটিকে মোহনবাগানের কোচের পদ ছেড়ে দিলেন হাবাস

0
839

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ অপ্রত্যাশিতভাবেই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন আন্তোনিও লোপেজ হাবাস। জানা গেছে শনিবার সকালে তিনি ইস্তফা দেওয়ার পর এটিকে কর্তৃপক্ষ তা গ্রহন করে নিয়েছেন। কেন তাঁকে এই সিদ্ধান্ত থেকে বিরত করা হল না,তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারন, আপাতত আইএসএলে ৬টি ম্যাচ খেলেছে এটিকে। তারমধ্যে প্রথম দুটি ম্যাচে জয় এসেছে এবং পরের চারটি ম্যাচের মধ্যে দুটিতে পরাজয় ও দুটি ড্র করে মোট ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে আছে সবুজ মেরুন শিবির। অনেকেই মনে করছেন এখনও অনেক ম্যাচ বাকি তাই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। বলা হচ্ছে দলের পারফরমেন্সে হতাশ হয়েই কোচের পদ ছেড়েছেন হাবাস। কিন্তু প্রশ্ন উঠছে হাবাসের মতো লড়াকু মনের কোচ এতো তাড়াতাড়ি কিভাবে ভেঙে পড়লেন? নাকি এর পেছনে অন্য কোনো কারন আছে? তিনবারের চ্যাম্পিয়ন এবং গতবারের রানার্স এটিকে মোহনবাগান এবারের আইএসএলে ডার্বি সহ প্রথম দুটি ম্যাচ জেতার পর থেকেই কেমন যেন মুখ থুবড়ে পড়ে। অথচ,টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল এটিকে মোহনবাগান। কেরল ব্লাস্টার্সকে হারিয়ে অভিযান শুরু করার পর ডার্বিতে চির প্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারানোর পর মনে হচ্ছিল গতবারের মতো এবারও হাবাসের দল ফাইনালে যাবে। কিন্তু তারপর থেকে টানা ব্যর্থতা। এই বছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলকে ঢেলে সাজিয়েছেন এটিকে মোহনবাগান কর্তারা। প্রচুর খরচ করে নিয়ে আসা হয়েছে তারকা বিদেশি হুগো বোমাসকে এবং তারসঙ্গে আনা হয়েছে সদ্য ইউরো খেলে আসা জনি কাউকোকেও।
অথচ, তাতেও দল একদমই প্রত্যাশা মতো খেলতে পারছে না। আপাতত হাবাসের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ম্যানুয়েল কাসকোলানা। কিন্তু তাতে কতটা ঘুরে দাঁড়াতে পারবে তিনবারের চ্যাম্পিয়ন ও গতবারের রানার্স এটিকে মোহনবাগান? সমর্থকরা অবশ্য আশা ছাড়ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here