অমিত শাহের বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

0
574

ডেটলাইন কলকাতাঃ প্রতিবেশী রাজ্য বিহারে বিধানসভা নির্বাচনের মাঝেই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের বঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতি সরগরম হতে চলেছে। তাঁর এই সফর নিয়ে নানা জল্পনাও চলছে। কয়েকমাস পরেই এরাজ্যে বিধানসভার নির্বাচন। লোকসভায় ১৮টি আসন জয়ের পর ২০২১-এ বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল। এই প্রেক্ষাপটেই সংগঠনের হাল-হকিকৎ খতিয়ে দেখতে আসছেন অমিত শাহ। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। এরাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবারই অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। এছাড়াও একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যপাল। তাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও অমিত শাহের বঙ্গ সফর গুরুত্ব পাচ্ছে। এছাড়াও তৃণমূলের অন্দরে কিছু নেতামন্ত্রীর মধ্যে যে অসন্তোষ নানাভাবে প্রকাশ পাচ্ছে,সেই বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অমিত শাহের উপস্থিতিতে তাঁর হাত ধরে তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন মন্ত্রী-বিধায়ক যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এই সফরে পরপর দু’দিন সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। সেখানে রাজ্য বিজেপিতেও যে ঘরোয়া দ্বন্দ্ব রয়েছে তা নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কিনা,সেটাও দেখার। কারন, এই সব সাংগঠনিক বৈঠকেই আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।  অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের।  বুধ ও বৃহস্পতিবার অমিত শাহের দুদিনের বঙ্গ সফরের যে সূচী বিজেপির পক্ষ থেকে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে বুধবার কলকাতায় এসে রাজারহাটের একটি হোটেলে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে বাঁকুড়া যাবেন তিনি। সেখানে রবীন্দ্র ভবনে রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলাগুলির বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিকেলে তাঁর কলকাতা ফেরার কথা। শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা শাহের। সেখান থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি যাওয়ার কথা। এরপর তিনি যাবেন বিধাননগরের ইজেডসিসি-তে। সেখানে কলকাতা ও লাগোয়া জেলাগুলির দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তবে অমিত শাহের এবারের সফরে নজর টানছে বৃহস্পতি ও শুক্রবার যথাক্রমে একটি আদিবাসী ও এক উদ্বাস্তু মতুয়া পরিবারের সঙ্গে একদম সাদামাটা ভাবে মধ্যাহ্নভোজ করার কর্মসূচি। উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ শেষবার বাংলায় এসেছিলেন অমিত শাহ। এরপর করোনা আবহের পর আবার তাঁর বঙ্গ সফর। জানা গেছে, শুক্রবার রাতেই কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে অমিত শাহের আগমনের দিনেই মতুয়া সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তপশিলি, বাগদি, বাউরি,  মতুয়া-সহ বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই পর্ষদ গঠনের কথা বলার সঙ্গেই মতুয়াদের জন্য বরাদ্দ করেন ১০ কোটি টাকা। ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here