ইস্পাতকর্মীর রহস্য মৃত্যু,আটক স্ত্রী ও মেয়ে

0
886

ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের দয়ানন্দ এভিনিউয়ের বাসিন্দা এক ডিএসপি কর্মীর মৃত্যু ঘিরে রহস্যের সঞ্চার হয়েছে। মৃতের নাম জেমস থমাস(৫০)। এই ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছে মৃত জেমসের স্ত্রী শার্লি ও বড় মেয়ে অনুষা। মৃতের বাড়ির কাছে হর্ষবর্ধন রোডে থাকা জেমসের এক দিদি রাচেল দাসের অভিযোগ, দাদা বেশ কয়েকমাস ধরে মানসিক অবসাদে ভুগছিল। কারন হিসেবে তিনি জানান, সম্প্রতি তার ভাইয়ের বড় মেয়ে অনুষার সঙ্গে সনি কোঠারী নামে এক যুবকের বিয়ের কথা চলছিল। তাদের আঙটি বদলও হয়েছে। সেই বিয়ের জন্য ভাইয়ের স্ত্রী শার্লি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করছিল। এর ফলে তাদের  প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল। দিল্লীর একটি  জালিয়াতি সংস্থার খপ্পরেও পড়েছে তারা। কয়েক কোটি টাকার সেনার গহনা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ঐ সংস্থা। এই টাকা জোগার করতে জেমস ব্যাঙ্ক সহ একাধিক পরিচিত লোকের কাছে ঋণ নেয়। বৌদির কথা শুনে সে ঋণগ্রস্ত হয় গিয়েছিল ।আমি একাধিকবার বাধা দিয়েছিলাম। দিদি রাচেল দেবীর আরও অভিযোগ, মা শার্লী ও তার মেয়ে জেমসকে প্রায়দিনই শারীরিক ও মানসিক অত্যাচার করত। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে মেরে ফেলা হবে। রাচেল দেবী মোবাইলে তাকে পাঠানো জেমসের একটি হোওয়াটসআপের ম্যাসেজ দেখিয়ে জানিয়েছেন, তাঁর(জেমস) হাতে লেখা একটি  কাগজের ছবি পাঠায় তাতে লেখা ছিল আমাকে আমার স্ত্রী ও মেয়ে মেরে ফেলবে। তাঁর দাবি ভাইকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। যদিও ডিসিপি(পূর্ব) অভিষেক মোদি জানান, জিঙ্গাসাবাদ চলছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here