রাশিয়া বিশ্বকাপে এখন চলছে বিদায়ের পালা

0
1123

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ৩২টি দলকে নিয়ে গ্রুপ লিগের খেলায় বিদায় নেয় ১৬টি দল। এরপর সেই ১৬টি দলকে নিয়ে শুরু হয় নক আউট পর্বের খেলা। আর এখান থেকেই শুরু হয়েছে বিদায়ের পালা। শেষ ষোলোর লড়াই শেষ। বিদায় নিয়েছে আটটি দল। আর বাকি আটটি দল এবার মুখোমুখি হচ্ছে শেষ চারের লড়াইয়ে। প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা, রোনাল্ডোর পর্তুগাল এবং ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ স্পেনও। তিন তারকার মধ্যে টিকে রয়েছে একমাত্র নেইমার। এবার কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্বকাপ জয়ীদের মধ্যে উঠেছে ফ্রান্স, ব্রাজিল,উরুগুয়ে ও ইংল্যান্ড। বাকি ৪টি দেশ আগে কখনও বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি। এরা হল ক্রোয়েশিয়া, বেলজিয়াম,সুইডেন ও আয়োজক দেশ রাশিয়া। ৬ এবং ৭ জুলাই পর পর দুদিন বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  এবার মূলতঃ লড়াই লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে ইউরোপের। ৬ জুলাই শুক্রবার প্রথম খেলায় ফ্রান্সের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। পরের ম্যাচে ব্রাজিলের সামনে বেলজিয়াম। ৭ জুলাই শনিবার প্রথম ম্যাচ সুইডেন বনাম ইংল্যান্ড আর পরের ম্যাচে আয়োজক রাশিয়া নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এখন দেখার প্রাক্তন বিশ্ব সেরাদের মধ্যে কারা শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারে আর নতুনরাই বা কে কতটা দূর পৌঁছাতে পারে। বিশ্বকাপের টানটান উত্তেজনা নিয়ে তাই আমরাও অধীর অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here