মেট্রোর মতো অত্যাধুনিক লোকাল ট্রেন বর্ধমান-হাওড়া মেন লাইনে

0
1405

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ এযেন একেবারেই অন্য এক চেহারা। অনেকটা মেট্রোর মতো দেখতে লোকাল ট্রেন। হ্যাঁ, বর্ধমান-হাওড়া মেন লাইনে লোকাল ট্রেনের লুকটা এরকমই। ইতিমধ্যে অত্যাধুনিক রেকের ব্যবহার শুরু হয়েছে। এই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে  নির্মিত। রেকের কামরাগুলি মেট্রো রেলের কামরার আদলে তৈরি করা হয়েছে। এই লোকালে যাত্রী স্বাচ্ছন্দের সব ব্যবস্থাই রাখা হয়েছে। রেকগুলিতে আছে মেট্রোর মতোই স্লাইডিং ডোর, কামরার ভিতর বেশিরভাগ স্টেনলেস স্টিলের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রয়েছে জিপিএস প্রযুক্তিও। রয়েছে অডিও সিস্টেম ও ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডের মধ্যমে কোচের ভিতর যাত্রীদের বিভিন্ন তথ্য সরবরাহের ব্যবস্থা আছে। সুরক্ষা বার্তা ছাড়াও অডিও সিস্টেম এবং ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে ট্রেনটি কোন স্টেশন ছাড়ল বা পরবর্তী স্টেশনের নাম যাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে।  এই লোকালের সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার। মহিলা যাত্রীদের সুরক্ষার লক্ষ্যে সামনে-পিছনে দু’টি মহিলা কামরাতেই থাকছে সিসিটিভি। স্বাভাবিকভাবেই এমন ঝকঝকে লোকাল ট্রেন পেয়ে যাত্রীরাও বেজায় খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here