রাশিয়া বিশ্বকাপে মেসিদের টিকে থাকার লড়াই

0
957

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিদায় নিতে নিতে শেষ মূহুর্তে গোল দিয়ে বিশ্বকাপে টিকে রয়েছে দুই হেভিওয়েট দল ব্রাজিল ও জার্মানী। অন্যদিকে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে ক্রেয়েশিয়ার কাছে ৩ গোলে লজ্জার পরাজয়ের পর আর্জেন্টিনার ভাগ্য এখন সরু সুতোয় ঝুলছে। ২৬ তারিখ তাদের খেলতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা নাইজেরিয়ার বিরুদ্ধে। অনেক অঙ্কের মধ্যে এবার তাঁদের বিশ্বকাপ-স্বপ্ন আটকে আছে। বিশ্বকাপে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য গ্রুপ লিগের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে জিততেই হবে। এখন আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার জয়ের পর সমীকরণ অনেকটাই পরিষ্কার। পরের ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে আর ক্রোয়েশিয়া আইসল্যান্ডের কাছে না হারলেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার জয় কিংবা ড্র আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিয়ে যেতে পারবে। তাই এখন মেসিভক্তরা চেয়ে রয়েছেন ২৬ জুনের নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা এবং একই দিনে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচের দিকে। অপেক্ষায় ফুটবল বিশ্বও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here