ডেটলাইন দুর্গাপুরঃ গোটা রাজ্যের সাথে সাথে খুশির ঈদে মেতে উঠল দুর্গাপুরবাসী। শনিবার সকালে দুর্গাপুরের দেশবন্ধুনগর, নইম নগর,সগরভাঙ্গা, রায়ডাঙ্গা,আমরায়, চন্ডিদাস, মুচিপাড়া, ডিটিপিএস, মায়াবাজার সহ বিভিন্ন এলাকায় নামাজ পড়তে দেখা গেল এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে। নতুন জামা কাপড় পরে খুশির এই দিনে মেতে উঠতে দেখা যায় কচিকাচাদেরও। অন্যদিকে ঈদের নামাজ পড়তে দেখা গেল অন্ডাল, উখরা, পাণ্ডবেশ্বর, লাউদোহা এলাকার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষদের। ঈদের সকালে সাধারণ মানুষকে সম্প্রীতি ও শুভেচ্ছা জানাতে এদিন বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পুলিশ কর্তা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিককাও।














