ডেটলাইন নিউজ ডেস্কঃ কলকাতা বা পার্শ্ববর্তী কোন জেলা নয়। এবার মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের এক ছাত্রী। নাম সঞ্জীবনী দেবনাথ। সঙ্গে সঙ্গে ফেসবুকে তার ছবি ও এই কৃতি ছাত্রীর সম্পর্কে খোঁজ খবর নিতে সার্চিং শুরু হয়। কিন্তু ফেসবুকের কোথাও নেই সঞ্জীবনী। এমনকি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও নেই। কেন? আসলে এসব পছন্দ করে না এবারের মাধ্যমিকের ফার্স্ট গার্ল। ছেলেদের পিছনে ফেলে মেধা তালিকার শীর্ষ স্থানটি পেয়েছে কোচবিহারের সুনীতি একাডেমির কৃতি ছাত্রী সঞ্জীবনী দেবনাথ। বাংলায় ৯৮। ইংরাজিতে ৯৭। অঙ্কে ১০০। ভৌত ও জীববিজ্ঞান দুটোতেই ৯৯। আর বাকি দুই বিষয় ইতিহাস আর ভূগোলে ৯৮ করে। সবমিলিয়ে সঞ্জীবনী দেবনাথের প্রাপ্ত নন্বর ৬৮৯। গড় ৯৮.৪ শতাংশ। সত্যি অবিশ্বাস্য রেজাল্ট। শান্ত ও হাসিখুশি সঞ্জীবনী পড়াশুনার পাশাপাশি গান করে। বাড়ির সদস্যরা জানান,অন্যদের মতো সে মোবাইল নিয়ে নাড়াচাড়া পছন্দ করে না। ভবিষ্যতে বাবার স্বপ্ন সফল করতে ডাক্তার হতে চায় সঞ্জীবনী। এবছর মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৫৬ জন ছাত্রছাত্রী। ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ। ৬৮৮ নম্বর পেয়ে দ্বিতীয় কালনার সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের নীল্বাজ্জ দাস ও মৃণ্ময় মণ্ডল। এদিন মাধ্যমিকের ফল প্রকাশের কিছু পরেই ফোনে কৃতী ছাত্রছাত্রীদের নবান্নে চা-পানের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১১ জুন নবান্নে চা-চক্রে অংশ নেবেন মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে প্রথম দশে স্থান পাওয়া ছাত্রছাত্রীরা ৷ একই দিনে উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও ডেকেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য,৮ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। মেধা তালিকায় থাকা সফল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘‘ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ ’’