ডেটলাইন বাঁকুড়াঃ রাজ্যের হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ হলো আজ। ফল প্রকাশের পর দেখা গেলো বাঁকুড়া জেলার মুকুটে আবার নতুন পালক। মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম আবু বক্কর দালাল। ৯০০ নম্বরের পরীক্ষায় ৮৪০ পেয়েছে সে। ফুরফুরা ফতিহা সিনিয়র মাদ্রাসা স্কুলে পড়াশুনা করতো সে। বাড়ি বাঁকুড়ার মড়ার গ্রামে। গ্রামের জুনুড় প্রাথমিক বিদ্যালয় ও পরে মড়ার সম্মিলনী উচ্চবিদ্যালয় থেকে পড়াশুনা করার পর ভর্তি হয় ফুরফুরা সিনিয়র মাদ্রাসা স্কুলে। সাফল্যের খবর পেয়ে খুশির হওয়া তাঁর বাঁকুড়ার বাড়িতে। আবু বক্কর দালাল জানায়, তার এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার। প্রতিদিন ১৬ থেকে ১৭ ঘন্টা সে পড়াশুনা করত। পড়াশুনা ছাড়াও গল্পের বই পড়তে ও ক্রিকেট খেলতে ভালোবাসে সে। ভবিষ্যতে আরবি ভাষায় প্রফেসর হতে চায় সে।