বোলপুরে হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র রাজ্য সম্মেলন

0
124

ডেটলাইন বাংলাঃ স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে আরও সবল ও গতিশীল করার লক্ষ্যে ১৭,১৮ এবং ১৯ জানুয়ারী বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত সমাজসেবীদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিল বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন,প্রত্যাশা তোমার আমার সবার এবং শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। এছাড়াও একাধিক সংস্থা সহযোগিতা করেছে। এই সম্মেলনে রাজ্যের ২৩টি জেলার ৩৭২ জন প্রতিনিধি এবং পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, ডাক্তার, শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়ে ছিলেন। এই সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র সাধারণ সম্পাদক কবি ঘোষ। এগুলির মধ্যে রয়েছে ভারতে যথাযথ রক্ত ব্যবস্থাপনার জন্য একটি ব্লাড অ্যাক্ট তথা রক্ত আইন প্রণয়ণ করতে হবে। স্বেচ্ছা রক্তদাতাদের টিফিন ভাতা ১০০ টাকা করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন সিস্টেমকে শক্তিশালী করতে হেমোভিজিল্যান্স, ডোনার ভিজিল্যান্স এবং স্বেচ্ছা রক্তদান এবং রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের ভূমিকা আরো সদার্থক করতে হবে। প্রতিটি রক্তদাতাকে সম্মান জানিয়ে পুনরায় মেটাল ব্যাজ প্রদান করতে হবে। সেই সঙ্গে থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট সুদৃঢ় করতে হবে। তিনি আরও জানিয়েছেন, ২০২৪ সালে রাজ্যের ২৩টি জেলায় আমাদের সহযোগী সংগঠন সমূহের একত্রিত ২১৪৩টি রক্তদান শিবির থেকে সংগ্রহ হয়েছে ১,০১,২৮৯ ইউনিট। ২০২৫ সালে আমাদের লক্ষমাত্রা নেওয়া হয়েছে ২২৫০টি শিবির থেকে ১,৫০,০০০ ইউনিট রক্ত সংগ্রহ। সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল সেখ, ডাঃ স্বপন সরেন-ডাইরেক্টর হেলথ সার্ভিস পশ্চিমবঙ্গ,ডাঃ অশ্বিনী কুমার মাঝি, ডাইরেক্টর (রক্ত সঞ্চালন পর্ষদ), ডাঃ বিজয় প্রসাদ মুখার্জি, ডেপুটি ডাইরেক্টর(রক্ত সঞ্চালন পর্ষদ),ডা: কাজল কৃষ্ণ বনিক – জোনাল ম্যালেরিয়া অফিসার এবং WBVBDS এর উপদেষ্টা, ডাঃ হিমাদ্রি আড়ি – সিএমওএইচ বীরভূম, ডাঃ শোভন দে – সিএমওএইচ রামপুরহাট স্বাস্থ্য জেলা,ডাঃ সুজিত সরকার – সভাপতি অনুপ্রেরণ রক্তদান ভারত,ডাঃ সুবর্ণ গোস্বামী – Dy.CMOH, পূর্ব বর্ধমান,ডাঃ মলয় কান্তি দাস- MOIC, রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল,শ্রীস্মরজিৎ রায়, সহ: অধিকর্তা (ভিবিডি), ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস বিভাগ। পার্শ্ববর্তী রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উত্তরাখন্ড থেকে এসেছিলেন অনিল ভার্মা, আসাম থেকে ড: মনোজ পাল ও সব্যসাচীর রুদ্র গুপ্ত,জামশেদপুর থেকে সুবীর কুন্ডু ও রিনা কুন্ডু, ত্রিপুরা থেকে প্রণব বনিক। বীরভূম জেলার নেতৃত্ব নুরূল হক ও আবদুল খালেক মল্লিক সকলকে অভিনন্দন জানিয়েছেন। সম্মেলন থেকে “জীবনবার্তা” ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত করেছেন ডা: স্বপন সরেণ।সম্মেলনে স্মরনিকা প্রকাশ করেছেন বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল শেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here