বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন উপলক্ষে দুর্গাপুরে সচেতনতা শিবির

0
225

ডেটলাইন দুর্গাপুর,৩১ মে: বিগত বছরগুলির মতো এবারেও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এবং দুর্গাপুর অবসর এর উদ্যোগে ৩১ মে সন্ধ্যায় বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছেন। এই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান – “সহজে শ্বাস নিন জীবন ভালো থাকবে”। প্রতি বছর এই দিনিটি সারা বিশ্বে পালিত হয় । উদ্দেশ্য হল তামাকের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা। সচেতনতা সভায় বক্তব্য রাখেন রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত,সমাজকর্মী অরবিন্দ মাজি ও সুলতা দাস। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার। বিশিষ্ট বিজ্ঞান কর্মী ও ফার্টিলাইজার কারখানার প্রাক্তন শ্রমিক সজল বসু আজ ধূমপান বর্জনের শপথ নিয়েছেন। কর্মশালা থেকে সর্বসাধারণের কাছে আবেদন করা হয়েছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তামাক ব্যবহারের ক্ষতিগুলি অডিও ভিসুয়াল প্রচার করা হবে। ভারত সরকারের যুব কল্যান দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর আধিকারিক রায়া দাস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here