ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ যে কোনো ক্রিকেটারের জীবনে শততম টেষ্ট খেলা অবশ্যই এক স্বপ্ন। ভারতের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট কোহলির সেই স্বপ্ন পূরণ হল। মোহালিতে ভারত-শ্রীলঙ্কার চেষ্ট ম্যাচের আগে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিরাটকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছিল। বিরাটের একশোতম টেস্ট স্মরণীয় করে রাখল বোর্ড। মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে রাখতে প্রাক্তন নেতাকে বিশেষ টুপি উপহার দেওয়া হয়। ফ্রেমবন্দি টুপি বিরাটের হাতে তুলে দেন রাহুল দ্রাবিড়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও। ছিলেন বোর্ড সচিব জয় শাহ। আপ্লুত কোহলি বলেন, ‘আমার জীবনের বিশেষ মুহূর্ত। ছোটবেলার নায়কদের হাত থেকে কেরিয়ারের একশোতম টেস্টের উপহার পাওয়া খুবই স্পেশাল। আমার স্ত্রী এবং ভাই এখানে উপস্থিত আছে। ওরা সবাই আমাকে নিয়ে গর্বিত। তবে এই মাইলস্টোন ছোঁয়ার জন্য আমার দলের সদস্যদের ধন্যবাদ দিতে চাই। ক্রিকেট দলগত খেলা। সবার সহযোগিতা না পেলে এটা সম্ভব হত না। বোর্ডকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’ টেস্টের শুরুতে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত না থাকলেও ম্যাচ চলাকালীনই কোনও একদিন তিনি মোহালিতে থাকতে পারেন বলে জানা গেছে। শততম টেষ্টে বিরাটের কাছ থেকে একটা বড় ইনিংস আশা করেছিলেন ভক্তরা। তবে সেই আশা পূরণ হয়নি। ৪৫ রানেই থামতে হয়েছে কোহলিকে। সেঞ্চুরি করতে না পারলেও কোহলি এদিন নজির গড়লেন। আট হাজার ক্লাবের সদস্য হয়ে গেলেন তিনি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের বল গড়ানোর আগে আট হাজার রান থেকে ৩৮ রান দূরে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন আট হাজার ক্লাবের সদস্য হওয়ায় শচীন তেণ্ডুলকর,রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণের মতো ভারতীয় ক্রিকেট কিংবদন্তীদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি।
Latest article
মুচিপাড়া ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা কর্মসূচি দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ...
সচেতনতার বার্তায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন কোক ওভেন থানার
দুর্গাপুরঃ এক পদযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। প্রতি বছর...
৯ জুলাই দেশ জুড়ে ধর্মঘটের সমর্থনে সিটু ও ইনটাকের বিক্ষোভ দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুর,২৩ জুনঃ কেন্দ্রীয় সরকারের শিল্প ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ সহ শ্রমিকদের স্বার্থে মোট ১৭ দফা দাবিতে আগামী ৯ জুলাই দেশ...