ডেটলাইন কলকাতাঃ গত বছরের মতো এবারও কোভিড আবহেই অনুষ্ঠিত হচ্ছে বাংলার সেরা উৎসব দুর্গাপুজো। তাই স্বাভাবিকভাবেই কোভিডবিধি মেনেই করতে হচ্ছে পুজোর আয়োজন। ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে ভিড় এড়াতে মন্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও আসন্ন দুর্গাপুজো নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করা হল। সেই নির্দেশে বলা হয়েছে গতবারের মতো এবারও কার্নিভাল হবে না। মণ্ডপ চত্বরে করা যাবে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও। দর্শকদের ভিড় যাতে না হয় তার জন্য দুর্গাপুজোর মণ্ডপ রাখতে হবে খোলামেলা।মণ্ডপের চারিদিক খোলা থাকবে যাতে প্রবেশ এবং বেরনোর পথ আলাদা থাকে। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্যই এই নির্দেশ। একই সঙ্গে মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের পর্যাপ্ত ব্যবস্থা রাখাতে হবে।স্বেচ্ছাসেবকদের মণ্ডপে রাখতে হবে এবং তারাও মাস্ক পড়ে থাকবে এবং তাঁদেরও মানতে হবে শারীরিক দূরত্ব। এবার পুজোর সময় অঞ্জলি, সিঁদুরখেলা তথা দেবীবরণের নিয়মকে ছাড় দেওয়া হলেও সেটা করতে হবে ছোট ছোট গ্রুপ করে।অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে। পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যাতে দূর থেকে পুজোর মন্ত্র শোনা যায়।পুরষ্কার দেওয়ার ক্ষেত্রেও নির্দেশে বলা হয়েছে বিচারকরা ভিড় করে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। সর্বোচ্চ দু’টি গাড়ি নিয়ে মণ্ডপে ঢুকতে পারবেন এবং এক্ষেত্রে সকাল ১০টা থেকে বিকেল ৩ পর্যন্ত মণ্ডপে প্রবেশ করতে পারবেন বিচারকরা।পুজো উদ্বোধন ও বিসর্জনে জাঁকজমক না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে সম্ভব হলে ভার্চুয়ালি সারতে হবে পুজো উদ্বোধন। বিসর্জনের ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটেই আনতে হবে। মাঝে কোথাও দাঁড়ানো যাবে না। এবারও পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। সেই সঙ্গে বিনা মূল্যে মিলবে দমকল পরিষেবা। তবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে ওই নির্দেশে জানানো হয়েছে।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














