ডেটলাইন দুর্গাপুরঃ শিক্ষক দিবস উপলক্ষে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিধায়ক কাপ-২০২১’ ফুটবল প্রতিযোগিতা। দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার ৮টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। পরিচালনায় ছিল দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার ক্লাব সমন্বয় কমিটি।অংশগ্রহনকারী ৮টি দলেরই নাম দেওয়া হয়েছিল বাংলার বিখ্যাত মণীষীদের নামে। প্রতিযোগিতার ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছিল স্বামী বিবেকানন্দ একাদশ ও বিদ্যাসাগর একাদশ। নির্ধারিত সময়ে খেলার কোনো মিমাংসা না হওয়ায় টাই-ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। টাই-ব্রেকারে স্বামী বিবেকানন্দ একাদশ ৫-৩ গোলে বিদ্যাসাগর একাদশকে পরাজিত করে বিজয়ী হয় এবং বিধায়ক কাপ জিতে নেয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানে বিশিষ্ট তিন শিক্ষকসহ মোট ১৫ জন শিক্ষককে পুষ্প স্তবক এবং স্মারক উপহার দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক লক্ষ্মণ ঘোড়ই। প্রতিযোগিতার ফাইনাল খেলার পর পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জী, বিজেপির রাজ্যনেতা রাজু বন্দ্যোপাধ্যায় প্রমূখ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান,বাংলার খেলাধূলার উন্নয়নে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব আছে। এদিন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে ফুটবলারের পোষাকেই দেখা যায়। প্রসঙ্গত একসময় তিনি নিজেও ফুটবল খেলতেন। একথা জানিয়ে তিনি বলেন, ফুটবলের উন্নয়নে এই প্রতিযোগিতা যাতে বিশেষ ভূমিকা নেয় সেদিকে নজর দেওয়া হবে। এই খেলাকে কেন্দ্র করে গ্যামন ব্রিজ ময়দানে দর্শকদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।