হকিতে সোনা রুপো নয়,ব্রোঞ্জের লড়াইয়ে টিকে ভারত

0
482

ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ এবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে ৪১ বছর পর ফের অলিম্পিক হকির সেমিফাইনালে উঠেছিল ভারত। তাই স্বাভাবিকভাবেই এতোগুলি বছর পর হকিতে ফের সোনা বা রুপোর পদক জেতার এক প্রবল আশা তৈরী হয়েছিল। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারত হকিতে পদক পেয়েছিল। সেবার বাসুদেবন ভাস্করনের নেতৃত্বে সোনা জিতেছিল ভারতীয় দল। তারপর থেকেই অলিম্পিক হকিতে ভারত অংশ নিলেও কোন পদক জিততে পারেনি। গত ২০১৬ সালে রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় দল কিন্তু সেবারও বেলজিয়ামের কাছে ৩–১ গোলে হেরে যায় ভারত। আর এবারও ৪১ বছর পর সেমিফাইনালে উঠেও সেই বেলজিয়ামের কাছেই হেরে গেল ভারত। শক্তিশালী বেলজিয়ামের কাছে ৫‌-‌২ গোলে হারতে হল মনপ্রীতদের। তাই সোনা বা রুপোর লড়াই থেকে ছিটকে গেল ভারতীয় পুরুষ হকি দল। তবে সোনা বা রুপো জয়ের স্বপ্নভঙ্গ হলেও পদক জেতার আশা এখনও রয়েছে ভারতীয় পুরুষ হকি দলের সামনে। ব্রোঞ্জের লড়াই করতে হবে ভারতীয় হকি দলকে। গোটা দেশবাসী এখন তাকিয়ে রয়েছেন মনপ্রীতদের দিকে। ভারত যেন ব্রোঞ্জের লড়াইয়ে জিতে যায় এটাই সকলের আশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here