ডেটলাইন কলকাতাঃ পরীক্ষা নেওয়া হয়নি। নবম শ্রেণীতে প্রাপ্ত নম্বর এবং ইন্টারনাল ফরম্যাটিভ ইভ্যালুয়েশানের ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে। তাই এবছর মাধ্যমিকে পাস করেছে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী। মহামারী করোনার কারণে যেহেতু পরীক্ষা হয়নি তাই সকলকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে। তবে প্রাপ্ত নম্বর নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। এবার মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি। পরীক্ষা না হওয়ায় এবার মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিকভাবে একটি তালিকা করেছে পর্ষদ। এ বছর পরীক্ষা না হওয়ার কারনে প্রথম থেকে দশম স্থানে থাকা ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। গত বছর মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৬ জন। দেখা যাচ্ছে এবার মাধ্যমিকের প্রথম থেকে ১০ তম স্থানে রয়েছেন ১৩২৮ জন। এর মধ্যে শুধু প্রথম স্থানেই রয়েছেন ৭৯ জন। সর্বোচ্চ নম্বর ৬৯৭। এবার নবম এবং দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মেধা তালিকায়। ১০০ জনের বেশি পরীক্ষার্থীর নাম রয়েছে এই দুটি স্থানে। পাশের নিরিখে এমনিতেই এবারের মাধ্যমিকে রেকর্ড তৈরি হয়েছে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯০ শতাংশ পড়ুয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে সবথেকে বেশি নম্বর উঠেছে ভূগোলে। এছাড়া প্রথম ভাষায় ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৮,৩৭৬ জন। দ্বিতীয় ভাষায় ৯০ থেকে ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৬,৯০৩ জন। অঙ্কে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৪৮,২২৭ জন। ইতিহাসে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৪,৮৬০ জন। ভূগোলে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৮৩,২৮৯ জন। জীবন বিজ্ঞানে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৭,১২০ জন। ভৌত বিজ্ঞানে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৫০,৮৫৪ জন। পরীক্ষা না হওয়ায় মাধ্যমিকের কোনও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি তাই রেজাল্টের সঙ্গেই ছাত্রছাত্রীদের অ্যাডমিড দিয়ে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে বলা হয়েছে।














