ডেটলাইন দুর্গাপুরঃ মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা মাত্র কিছুদিন আগেই প্রবলভাবেই ধাক্কা দিয়েছিল। ধাক্কা এতোটাই ছিল যে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলিতে রোগির তুলনায় বেড পাওয়া যাচ্ছিল না। সেই সঙ্গে তীব্রভাবেই সংকট দেখা দিয়েছিল অক্সিজেনেরও। বর্তমানে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আক্রমন অনেকটাই কমে গেলেও এবার উদ্বেগ দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। সরকারীভাবে ইতিমধ্যেই এনিয়ে ব্যাপক প্রশাসনিক পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে তেমনই সাধারন মানুষও সবকিছু কোভিডবিধি মেনেই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে করোনার মারণ কোপ থেকে যাতে মানুষ রক্ষা পায় তার জন্য বিভিন্ন ধর্মীয় স্থানেও নিয়মিত প্রার্থনা চলছে। এবার দেখা গেল দুর্গাপুরের দামোদর ব্যারেজের বিসর্জন ঘাটেও মহামারী করোনা মহামারীর প্রকোপ থেকে মুক্তির জন্য বিশ্বকল্যাণ যজ্ঞ আয়োজন করা হয়েছিল। এই কল্যাণ যজ্ঞের আয়োজক ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাক্ষ্মণ ট্রাস্ট- এর দুর্গাপুর শাখা। রবিবার সকালে শুরু হওয়া এই যজ্ঞ ঘিরে দামোদরের বিসর্জন ঘাটে ব্যাপক তৎপরতা দেখা যায়। বাঁকুড়া ও দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে ৫০ জন পুরোহিত এখানে অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের পক্ষে সংস্থার দুর্গাপুর শাখার সম্পাদক অর্ক চক্রবর্তী জানান, বিশ্ব জুড়ে করোনা মহামারীর প্রকোপ যেভাবে বাড়ছে তাতে মানুষ যাতে সুরক্ষা পায় সেই লক্ষ্য নিয়েই এই মহাযজ্ঞ। একইসঙ্গে নানা প্রাকৃতিক বিপর্যয় এমনকি সাম্প্রতিককালে বাজ পড়েও বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই মহামারী করোনার পাশাপাশি সেই সব প্রাকৃতিক দুর্যোগ থেকেও মানুষের সুরক্ষার প্রার্থনাও করা হয় এই যজ্ঞের মাধ্যমে।