বিধি নিষেধ থাকছে তবে খোলা যাবে জিম-পার্লার,চলবে বাস

0
597

ডেটলাইন কলকাতাঃ চলতি করোনা নিয়ে বিধি নিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল থাকলেও ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। একই সঙ্গে বিধি নিষেধের কারনে এতোদিন বন্ধ থাকা জিম,সেলুন,পার্লারও এবার খোলা যাবে। তবে বাস চলার অনুমতি মিললেও লোকাল ট্রেন এখুনি চলবে না। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে জানিয়েছে্ন, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে সেলুন,পার্লার। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে জিম। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি ও মাছের বাজার। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান। ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান,রাজ্যে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই পরিস্থিতি বিচার করে শিথিল করা হল বিধিনিষেধ। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধ আগের মতোই জারি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here