ডেটলাইন ওয়েব ডেস্কঃ অধিকারীদের গড়ে এই প্রথম অধিকারী পরিবার ছাড়াই সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও তাঁর সভায় বিপুল জন সমাগম থেকেই গেল। শুভেন্দুকে পরোক্ষভাবে বার্তা দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেন বিজেপি–কেও। বলেন ‘বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেব না।’ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন,‘যদি কেউ মনে করেন তৃণমূলকে ব্ল্যাকমেল করব, বার্গেন করব, ভোটের সময় দলকে বিপদে ফেলব, জেনে রাখুন কিছু করতে পারবেন না।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, অধিকারী–ব্যানার্জি সকলকে নিয়েই সংসার। সভায় তিনি মঙ্গলবারের কৃষকদের ডাকা বনধকেও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব। আমি সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি বলেও জানান তিনি। মঙ্গলবার ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি চালাবে তৃণমূল বলেও তিনি ঘোষনা করেছেন। সিপিএম, বিজেপি, কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘সিপিএম–কংগ্রেস–বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছ। ভাবছ এভাবেই চলবে? শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ। অনেক টাকা ছড়াচ্ছ। দাঙ্গা লাগাচ্ছ, মিথ্যে কথা বলছ, কুৎসা করছ,সরকার ভাঙছ, দল ভাঙছ, ঘর ভাঙছ, মানুষের ভালবাসা ভাঙছ, জেনে রেখে দিও, ভারতের মাটি থেকে তোমাদের উৎখাত হওয়ার সময় চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও।’ ভাষনে বিজেপির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে জেল মে রহো ইয়া ঘরপে রহো। আমি জেল পছন্দ করব। তার কারণ তাহলে আজাদ হয়ে যাব।” এদিন তিনি কর্মীদের জন্য নতুন স্লোগান দিলেন- “জনগণ আছে সঙ্গে, তাই একুশে তৃণমূল থাকবে বঙ্গে। একই সঙ্গে মেদিনীপুরের সভায় তিনি ঘোষনা করেন, তাজপুরে রাজ্য সরকার গভীর সমুদ্রবন্দর তৈরি করবে। ১৫ হাজার কোটি টাকা খরচ হবে। ২৫ হাজার মানুষের চাকরি হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...